parliament members' club, dhaka

Organized by

In Association with

Strategic Partner

Partners

Md. Sakir Alam

Climate Camp Host 2022

From Cox’s Bazar

Md. Sakir Alam

EXECUTIVE MANAGER at

SWAPNAJAAL

স্বপ্নজাল ২০১৮ সালে প্রতিষ্ঠা লগ্ন থেকে সুবিধা বঞ্চিত শিশুদের ও পরিবেশে দূষণ রোধে কাজ করে যাচ্ছে। ২০১৯ সালে একটি প্রকল্প হাতে নেওয়া হয়
প্লাস্টি রিসাইকল প্রক্রিয়ার মাধ্যে পরিবেশকে সুন্দর করার পরিকল্পনা নিয়ে উক্ত প্রকল্পের যাত্রা শুরু হয়।
প্লাস্টিক ব্যাংক – বাংলাদেশ’ টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনের লক্ষে উক্ত স্বপ্নজাল এই প্রকল্প কাজ করছে ১৩ নং লক্ষমাত্রা ‘জলবায়ু সংকট মোকাবেলা ও প্লাস্টিক রিসাইকল বিষয়ে “। প্লাস্টিক ব্যাংক-বাংলাদেশ ‘জলবায়ু পরিবর্তনের’ বিরুদ্ধে সাধারণত জনগণ, স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ে তরুণ তরুণীদের সোচ্চার হতে উৎসাহিত করছে। “প্লাস্টিক কালেকশন সেন্টার ” এর প্রজেক্টের মাধ্যমে যাত্রা শুরু হয়। কক্সবাজারে পর্যটন নগরী হওয়ায় প্লাস্টিকের ব্যবহার বেড়েছে যার ফলে পরিবেশের নানান সমস্যার সম্মুখীন হচ্ছে। ২০২০ সালে কক্সবাজার সমুদ্র সৈকতে ২০ কিলোমিটার প্লাস্টিকের টুকরো ও বিভিন্ন বরজ্য ভেসে এসেছিলো সে সময় গুরুত্বপূর্ণ ভুমিকা পানল করে স্বপ্নজাল । এই কারনে জেলা প্রশাসন কক্সবাজার থেকে বিশেষ সম্মাননা প্রদান করেন।
কক্সবাজারের প্লাস্টিক ক্ষুদ্র ব্যবসায়ীদের তালিকা করে তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি ও জলবায়ু সংকট মোকাবেলায় মাঠ পর্যায়ে তরুণদের অংশগ্রহন শতভাগ নিশ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এ প্লাস্টিক ব্যাংকের কার্যক্রম টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনে সরাসরি ভূমিকা রাখবে।

Share the Profile