The Earth Society - EarthLogoNew

Presents

The Earth Society - Climate Expo Mnemonic 2022 PNG

Let's be a Green Generation

Connect

Collaborate

Impact

ভূমিকা

জলবায়ু পরিবর্তন মোকাবেলায়, উদ্ভাবন । টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এস ডি জি ১৩ এবং ১৭)

ক্লাইমেট এন্টারপ্রেনিউরস (জলবায়ু উদ্যোক্তা), কর্পোরেট, সরকার, পেশাজীবী, এবং অন্যান্য সকল স্টেকহোল্ডারদের একই প্লাটফর্মের নীচে সংঘবদ্ধ করার মাধ্যমে জলবায়ু পরিবর্তন নিয়ে কথা বলা ও প্রকৃতি-কেন্দ্রিক জীবন যাপনকে উৎসাহিত করার ক্ষেত্রে ভূমিকা রাখার উদ্যোগ ও ব্যবসাগুলোর সাথে পারস্পরিক সহযোগিতা, সংযুক্তি, ও প্রদর্শনের লক্ষ্যে দিনব্যাপী এক্সপো।

প্রদর্শনী

  • সরকারের উল্লেখযোগ্য উদ্যোগসমূহ সকলের কাছে কথা তুলে ধরা।
  • বাংলাদেশব্যাপী ছড়িয়ে থাকা ক্লাইমেট এন্টারপ্রেনিউরস (জলবায়ু উদ্যোক্তাবৃন্দকে) নিয়ে আলোচনা।
  • আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন (কপ -২৮) এর জন্য বাংলাদেশের বেস্ট প্র্যাকটিস তুলে ধরা।
The Earth Society - online shopping

সংযুক্তি ও পারস্পরিক সহযোগিতা

  • সহযোগিতা তৈরি করার জন্য একটি প্ল্যাটফর্মে মাল্টি-স্টেকহোল্ডারদের নিয়ে আসা।
  • সকল পর্যায় থেকে উদ্ভাবন ও সৃজনশীল চিন্তাকে অনুপ্রাণিত করা।
  • চেঞ্জ মেকারদের জন্য গ্রিন ফান্ডের অ্যাক্সেসযোগ্য সুযোগ তৈরি করা।
The Earth Society - network

প্রভাব

  • নিজেদের ও অন্যদেরকে আরও জলবায়ুবান্ধব উদ্যোগ গ্রহণের জন্য অনুপ্রাণিত করা।
  • এস ডি জি ১৩ (টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা) অর্জনের জন্য একটি নেটওয়ার্ক হাব তৈরি।
  • সাসটেনেবল বিজনেসের সুযোগগুলোকে গুরুত্বের সাথে তুলে ধরা।
  • গ্রীন ইনিশিয়েটিভ গুলোকে জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়া।
The Earth Society - save the world

যারা অংশ নিতে পারবেন

  • যে কোনো ব্যক্তি, গোষ্ঠী এবং ক্লাইমেট এন্টারপ্রেনিউরস (জলবায়ু উদ্যোক্তা),যাদের একটি প্রাথমিক পর্যায়ের ব্যবসায়িক উদ্যোগ এবং সম্ভাবনাময় বিজনেস মডেল আছে যা আমাদের দেশের জলবায়ু বিষয়ক ও এস ডি জি অর্জনের লক্ষে সমাধান দিয়ে অবদান রাখতে পারে ।
  • মুভারস প্রোগ্রামে অংশগ্রহণকারীরা ।
The Earth Society -

এক্সিবিটোরস এবং স্টলস

The Earth Society - partners

কর্পোরেট, সরকার এবং ভিজিটরদের সাথে তরুণ উদ্যোক্তাদের মধ্যে নেটওয়ার্কিং, সোর্সিং এবং সহযোগিতা

The Earth Society - speaker

চিন্তাধারা সংক্রান্ত নেতৃত্বের বক্তব্য ও সেশন

কি আছে

এক্সপোতে?

The Earth Society - deal

পারস্পরিক সহযোগিতার প্রকাশের জন্য, পাবলিক-প্রাইভেট সংলাপ

The Earth Society - study

মিট অ্যান্ড গ্রিট, এবং কেস স্টাডিজ এর তথ্য বিনিময়

The Earth Society - help

মুভারসদের ক্রস কালচারাল ইয়ুথ একচেঞ্জ

থিম

The Earth Society - energy

এনার্জি ইফিসিয়েন্সি

The Earth Society - vegetables

স্মার্ট ফুড ইনোভেশন, ভূমির ব্যবহার, জীববৈচিত্র্য, ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস

The Earth Society - global warming

ক্লাইমেট ফাইনান্স
এবং নীতি প্রণয়ন

The Earth Society - electric car

গ্রীন সাপ্লাই চেইন
ও পরিবহন

The Earth Society - civil right

সোসাইটি এবং জাস্টিস

The Earth Society - ecological

গ্রীন শহর / পরিষ্কার বাতাস

নিয়ম –নীতি

অন্য এক্সিবিটোরসদের প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধ

প্রদর্শনীর স্টলগুলিকে ডিজাইন করতে ও সাজাতে ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস / পুনর্ব্যবহারযোগ্য প্রোডাক্টস ব্যবহার করুন ডিজাইন করুন এবং এক্সপোতে কোন ধরনের প্লাস্টিক প্রোডাক্টস এর ব্যবহার এড়িয়ে চলুন৷

তরুণ উদ্যোক্তাদের সুবিধার জন্য সহযোগিতামূলক আচরণ কাম্য।

কেস স্টাডি/ তথ্য বিনিময়/ ও বেস্ট কার্যক্রম এর বিবরণ দেওয়ার ক্ষেত্রে নির্ধারিত সময় মেনে চলুন।

reuse

reduce

recycle

The Earth Society - EarthLogoNew
The Earth Society - Climate Parliament Bangladesh Png e1665046589664
The Earth Society - movers
The Earth Society - SBK Logo 1